একটি ছোট সাময়িকী প্রভাত রবি। এটি সুস্থ সংস্কৃতি বিকাশে প্রতিজ্ঞাবদ্ধ।
এটি মাদানীনগর মাদ্রাসার ছাত্রদের ‘আল মানহাল’ নামক একটি দল কতৃক প্রকাশিত একটি দেয়াল পত্রিকা। এবং এটি ওয়েবসাইটেও সমানতালে প্রকাশ হয়।
সাহিত্য, সংস্কৃতি, সমাজ, দর্শন, মুক্ত চিন্তা, সিরাত, বই ভাবনা, দিনলিপি, ভ্রমণ ও ইতিহাস বিষয়ক প্রবন্ধ, গল্প, গদ্য, পদ্য, কবিতা প্রকাশে প্রভাত রবি অগ্রগামী।
বর্তমানে দেয়ালিকা আকারেই প্রকাশ হচ্ছে। অচিরেই কাগজ আকারে বের করার পরিকল্পনা করছি ইনশাআল্লাহ্। সে পর্যন্ত সাথেই থাকুন।
এই ওয়েবসাইটে লিখা পড়ুন! লিখুন! জানান!