ওগো আল্লাহ্ মেহেরবান,
মোরে করিয়াছ মুসলমান।
দয়া তোমার অফুরান।
সুদুর ঐ নীল আসমান,
নদীর ঐ কলতান,
পাহাড়ের বুকে ঝর্ণা বহমান,
সবি তোমার অনুদান,
তুমি রহিম রহমান।
বাগানে ঐ ফুটে ফুল,
নদী ছুটে বহুদূর,
মায়াবী তার দুটি কূল।
ঐ গাছে হয় ফুল, ফল,
জমিন করেছ সমতল,
সাগরে দিয়েছ অথৈই জল,
সৃষ্টি তোমার নির্মল।
রঙিন এই দুনিয়ায়,
কেউ আসে কেউ যায়,
সবি তোমার ইশারায়।
এই জমিন আর আসমান,
সৃষ্টি করছে আল্লাহ মহান,
গাও সবে তাঁর গুণগান।
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন