বিজ্ঞাপন দিন

দিয়ে দাও বিদায় | সাকিবুল হাসান




তোমরা আমায় দিয়ে দাও বিদায়,
আমি যাব চলে কাশগড়ের ঐ সীমানায়;
যেখানে আমার মুসলিম ভাই-বোনেরা শিকার
হায়েনাদের থাবায়।


আমি কান্নার মাঝে যাব হারিয়ে,
থাকতে চাই না তোমাদের এই ত্রি-সীমানায়;
তোমরা আমায় দিয়ে দাও বিদায়।


আমি খুঁজবো খালিদ বিন ওয়ালিদ
আর বিন কাসিমের মতো নওজোয়ান,
আমি খুঁজবো মোল্লা উমর ও
বিন লাদেনের মতো সেনাপ্রধান;
যাদের দাপটে কাঁপতো এই বিশ্বজাহান,
যাদের হুংকারে হায়েনারা লুকিয়ে থাকতো গুহায়।
তোমরা আমায় দিয়ে দাও বিদায়।


আমি আসব না কভু ফিরে
তোমাদের এই রঙিন গৃহে।
আমি নিজের জীবন দিব বিলিয়ে
মাজলুমদের তরে।


আমি শাহাদাতের তীব্র আশায়
যাব চলে কাশগড়ের ঐ সীমানায়।
সাহায্যের হাত আমি দিব বাড়িয়ে,
যতটুকু তৌফিক আছে নসীবে।
তবুও আমি থাকতে চাই না তোমাদের
এই অট্টালিকায়।


তোমরা আমায় দিয়ে দাও বিদায়।
তোমরা আমায় দিয়ে দাও বিদায়।


মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন