Responsive Advertisement

স্নিগ্ধ ছোঁয়া | নাঈম বিন মুত্তালিব

 





শিশির ভেজা সবুজ ঘাসে, উড়ছে সোনালি ফড়িং,

মিষ্টি রোদের চুমু নিয়ে, গান গাইছে প্রজাপতি।


জেগে ওঠে ভোরের পাখি- চড়ুই, বাবুই কিচিমিচি,

মুখরিত সবুজ শ্যামল ভূমি, সোনালি আঁশের বান মুঠি।


শীতল হাওয়ায় সুর তোলে রাখাল, কৃষ্ণচূড়ার ছায়াতলে,

নদীর বুকে কিশোর ভেলা লইয়া, এপার ওপার ঘুরে ফিরে।


নীল আকাশের শুভ্র রেখায় ভেসে বেড়ায় মেঘমালা,

রংধনু তার রং মেলিলে বিস্তৃত হয় পাহাড়ের চূড়া।



হায়!


মেঠোপথ চেয়ে হেঁটে যায় কতক রক্তজবার প্রাণ,

আজ পদ্ম ও কচুরিপানে প্রকৃতি বিরাজমান।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন