খরকুটোরা আমার পিছু ছাড়েনি;
সজীব শৈশব, চঞ্চল কৈশোর,
অশনি সংকেত হানা যৌবন,
নটশ্যাম সুন্দর বার্ধক্যে এসেও-
বন্ধ হয়নি ছায়াদের কোলাজ!
জাবালিয়া শরণার্থী শিবির হতে
হাইফার প্রাচীন নগরীর যাইতুন বাগান;
কোথাও খরকুটোরা আমার পিছু ছাড়েনি!
অথচ, ওরা ‘ওয়েলিং ওয়ালের’ ওপারে
বেজায় সুখে দিনাতিপাত করছে।
বেথেলহেমে রাত্রিকালীন ভোজন শেষে ওরা
বাইতুল মাকদিসের শীতল ছায়ায় চিরনিদ্রায়
শায়িত হয়। আর তাদের আত্মারা
ফেটে পড়ে উদ্দাম নৃত্যে!
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন