বিজ্ঞাপন দিন

দ্বীনের হবে ব্যাপক প্রসার | রাহিল

 




আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাই লক্ষ্য,

নিজে বিশুদ্ধ হয়ে শুদ্ধ করবে অন্যের বক্ষ।


বে-দ্বীনের প্রতি আহ্বান করা ফরজে কেফায়া,

যে তা প্রচার করে লাঞ্ছিত হয়, হোক বেহায়া।


আল্লাহর পথে দ্বীন - দাওয়াতের কাজে আহ্বান,

সে পথে চলতে জান-মাল-সময় হোক কুরবান।


কুরানে আল্লাহ বলেন, “জান্নাত বিনিময়ে বিক্রি করেছি,

তোমাদের থেকে জান মাল ক্রয় করে নিয়েছি।”


ওরা বলবে, চেষ্টা করি আমরা সফল হতে,

তৌফিক চাই আল্লাহর কাছে মুস্তাকিমের পথে।


নবীদের কাজ নবীরাই করে গেছেন যুগে যুগে,

নবী আর আসবে না, তাই এ উম্মত করে সুযোগে।


এ পথে প্রান্তরে প্রান্তরে কালান্তরের শত সফর,

অন্তঃপুর থেকে নদী, পর্বত, মরু, জঙ্গল, নগর, শহর।


বিনা স্বার্থে সাহাবীরা ছুটেছিলেন দিকে দিকে,

দ্বীন ইসলাম অদ্যবধি মহিমায় আছে টিকে।


এ ধারা ধরে রেখে দায়ীরা করেন ইসলাম প্রচার,

আল্লাহর মনোনীত এ দ্বীনের হবে ব্যাপক প্রসার।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন