বিজ্ঞাপন দিন

মহান মানবের মহান গুণের প্রতি আহ্বান | সিয়াম বিন মূসা


মহান রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পর তার ভারসাম্য রক্ষার্থে এবং সৃষ্টির মহান উদ্দেশ্য সফল করার লক্ষ্যে যুগে-যুগে প্রেরণ করেছেন লক্ষাধিক নবী-রসূল। তাঁরা পৃথিবী থেকে অন্ধকার দূর করে নামিয়ে নিয়ে আসেন এক আলোক রশ্মি। যাকে পূর্ণতা দান করেছেন আল্লাহ তায়ালা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। বর্তমানে যাকে আমরা দ্বীন-ই-ইসলাম নামে চিনি।

পৃথিবীর সকল ধর্মের মধ্যে উত্তম ধর্ম হলো ইসলাম। এটা সর্ব স্বীকৃত। আর পৃথিবীতে সবচেয়ে উত্তম জাতি হলো ইসলাম ধর্মের অনুসারীগণ তথা মুসলমানগণ। তাদের পৃথিবীব্যাপী উৎকৃষ্টতার খ্যাতি লাভের কারণ হলো, আদর্শ, শিক্ষা, দীক্ষা, আচার-আচরণ, কথা-বার্তা ইত্যাদি। পৃথিবীর শান্তির দূত সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত। আর যার এই উল্লেখিত গুণগুলো তার মতো হবে, সে-ও হবে অনুসরণীয় ও অনুকরণীয়।

হে শ্রেষ্ঠ মানবের অনুসারী প্রিয় মুসলিম উম্মাহ! আসুন আমরা একটু পর্যালোচনা করি। আমাদের মধ্যে তার কয়টা গুণ বিদ্যমান রয়েছে। আমরা জানি পৃথিবীতে এমন কোনো দিক বাকি নেই যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণ প্রকাশ পায়নি। সেটা আপনি ব্যক্তি জীবনে বলুন আর রাষ্ট্রীয় জীবনে বলুন। 

আসুন! আমরা আজকে শত-সহস্র দিক থেকে ছোট্ট একটি দিক নিয়ে আলোচনা করি। 

সেটা হল ‘একতাবদ্ধ হয়ে চলা’। 

আর একতাবদ্ধ হওয়া সেটা আমাদের ব্যক্তি জীবনে হোক বা রাষ্ট্রীয় জীবনে।

আফসোসের বিষয় কি জানেন? আমরা সকলকে একতাবদ্ধ হওয়ার আহ্বান করি। কিন্তু আমরা একতাবদ্ধ হতে পারি না। কারো মনে হিংসা, কারো মনে বিদ্বেষ। আমরা জানি, এই উভয়টাই মারাত্মক খারাপ দিক। যা অতি শীঘ্রই ছেড়ে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণে গুণান্বিত হওয়া অতীব প্রয়োজন। 

বিশেষভাবে জাতির ওলামা, তলাবাদের এই গুণ বেশি থেকে বেশি অর্জন করা উচিত। যদি সারা পৃথিবীব্যাপী মুসলিমগণ এই গুণে গুণান্বিত হতে পারে। তবে আমাদের রাসূলের অনুসারী দাবি করা সার্থক হবে। 

আল্লাহ তা‘আলা আমাদের তৌফিক দান করেন। আমিন।


সিয়াম বিন মূসা

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন