বিজ্ঞাপন দিন

ঐক্যের ডাক | ইবনে রমজান


ফিলিস্তিন কেন শক্তিধর ইসরায়েলের উপর আক্রমণ করল? কেন তারা জেনে বুঝে সিংহের গুহায় প্রবেশ করল হ্যাঁ এমনই কিছু মন্তব্য করেছিলেন সেদিন আমাদের আশেপাশে থাকা তথাকথিত সেই ঐতিহাসিক ৭ই অক্টোবরের পরে সংগঠন হামাসের মুজাহিদিন ইসরাইলের তা প্রাচীর ভেদ করে তাদের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালনা করেছিলেন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান ও বাহ্যিক অনুমানের ভিত্তিতে এমনটাই ধারণা করেছিলাম যে, কেন জেনে বুঝে ক্ষুধার্ত বাঘ ক্ষেপিয়ে তুললো! 

তখন সময়ের দাবি এমনটাই ছিল। যেমন আক্রমণ করতে উদ্বুদ্ধ করেছিলেন মাওলানা আবুল কালাম রহমাতুল্লাহি আলাইহির সেই লেখাটি যা তিনি আজ থেকে ৫৬ বছর আগে একটি সপ্তাহিক পত্রিকায় ‘হামকো হামারে সেওয়া কোই যের নেহি কার সাক্তে’ শিরোনামে প্রকাশ করেন। এখানে তার লেখার কিছু অংশ তুলে ধরছি। 

১৯৪৮ সালে তৎকালীন ভারতের শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহি আলাইহি এর জন্য ভারত থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকায় লিখেন — “কেউ পরাস্ত করতে পারবে না। আমরা ঈমান ও ইস্তেকামাতের অস্ত্র এতটাই শক্তিশালী যে, পৃথিবীর বড়বড় পরাশক্তিও আমাদের পরাজিত করতে পারবেনা। কিন্তু আমাদের ঈমান ও আমলে যদি সামান্যতম কোনো দুর্বলতা বা ত্রুটি এসে যায়, তাহলে আমরা নিজেরাই হব নিজেদের হন্তারক। এবং হঠাৎ নিশ্চিহ্ন হওয়া বা হারিয়ে যাওয়া কোনো জাতি থেকেও দ্রুততর হবে আমাদের পতন ও বিলীন। 

কোনো রাষ্ট্রশক্তি আমাদের মুছে দিতে পারবে না। আমাদের গাফিলতই আমাদের শেষ করে দিবে। কোনো বাহিনী আমাদের নিশ্বাস করতে পারবে না। নিজেদের অন্তরের ভয় ও দুর্বলতা আমাদের পরাস্ত করে দিবে। আমাদে শত্রুর কোনো দৈহিক অবয়ব নেই। আমাদের শত্রু হলো আমাদের ঈমান ও আমলের দুর্বলতা”।

যদি আমাদের ভেতরে ভয়-ভীতি দানা বাঁধে, সন্দেহ-সংশয় যদি আমাদের পেয়ে বসে, ঈমান ও ইয়াক্বিন দুর্বল ও দোদুল্যমান হয়ে যায়; আমরা যদি কোরবানি ও আত্মত্যাগের মানসিকতা হারিয়ে ফেলি; আমরা যদি আমাদের তাহরীক ও আন্দোলনে সকলকে একত্রিত ও একাত্ম করতে না পারি। তাহলে আমাদের এ কথা জেনে রাখা উচিত যে, ধ্বংস আমাদের অনিবার্য। কারণ আমাদের মূল চালিকাশক্তি হলো আত্মার সততা আত্মার পবিত্রতা। 

যদি ধন ভান্ডার শেষ হয়ে যায় তাহলে তা পুনরায় সঞ্চয় করা সম্ভব; যদি সৈন্যবাহিনী বিধ্বস্ত হয় তাহলে পুনর্বিন্যাস সম্ভব যদি অস্ত্র সামগ্রী ছিনিয়ে নেয়া হয় তাহলে তার পুনরুদ্ধার সম্ভব। কিন্তু যদি আমাদের ঈমান ও বিশ্বাস হারিয়ে যায়, তাহলে তা আমরা কোথায় পাবো? যদি আত্মত্যাগ ও সত্যকে গ্রহণের পবিত্র চেতনাই মরে যায়, তাহলে তা কার কাছ থেকে চেয়ে আনব? যদি আমাদের দেশ প্রেম জাতীয় দেশের প্রতি দায় ও ভালোবাসা হারিয়ে যায় তাহলে তা কোন কারখানায় মিলবে? 

তাই সমগ্র মুসলিম জাতির প্রতি আহ্বান। চলুন আমরা একত্রিত হই। নিজেদের মধ্যে খোদাপ্রেম জাগিয়ে তুলি। যদি আমরা আবার একত্রিত হই এবং সকল সমস্যা থেকে উত্তরণের চিন্তা করি এবং সেই অনুযায়ী সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মিশনকে এগিয়ে নিয়ে যাই।

তাহলে এ কথা জেনে রাখা দরকার যে, সেই দিন আর বেশী দূরে নয়, যেদিন আমাদের সকল সমস্যা দূরীভূত হবে। এবল চতুর্দিকে শুধু একমাত্র আল্লাহ তা‘আলার দ্বীনের বিজয় নিশান পত পত শব্দে উড়বে। এবং সকল মুসলমান পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। ইনশাআল্লাহ...


ইবনে রমজান (জামিল উদ্দিন)

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন