Header Ads

Header ADS

সুইসাইডের রোজনামচা

 

নদীর কিনারা ঘেঁষে জুবুথুবু হয়ে হাঁটছি। কিছুটা উদাস, কিছুটা হতবিহ্বল। সবকিছুতেই কেমন যেন বিস্বাদ ঠেকছে। বেদনার রাশিগুলো যেন পিছু ছাড়ছেই না। আমার কাছে এসেই কি তারা পথ ভুলে গেছে? দিশেহারা হয়ে ঘুরছে? যন্ত্রণার সাথে যেন একপ্রকার বন্ধুত্বই হয়ে গেছে। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কষ্টের উপমাগুলো কি আমাকেই ঘিরে রাখে? এখন আর কোনো অভিযোগ-অনুরাগ নেই। আমি দারুণ শান্ত হয়ে গেছি। পরাজয় মেনে নিয়েছি জীবনের সব দাবীর কাছে...!
নদীর ওপর দিয়ে প্রায় বহুদূর পর্যন্ত ঠায় দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। উচ্চতা ঠিক অনুমান করা না গেলেও কেউ যদি সেখান থেকে লাফ দেয় জীবনের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, এতটুকু আমি নিশ্চিত। 
বুক চিরে দীর্ঘ একটি শ্বাস বেরিয়ে এলো। আপাতত এই কাজটাই আমাকে মুক্ত করতে পারে সকল ট্রাজেডি থেকে। আমার হৃদয় জুড়ে অভিমানেরা জমা হয়ে আছে। আমি হারিয়ে যাব অতল গহ্বরে জীবনের এই যন্ত্রণাদায়ক শৃঙ্খলা থেকে। লোকালয়ের উপচে পড়া ভিড়ে আমাকে হয়তো আর দেখা যাবে না। সকালের মিষ্টি রোদের হাসি, দুপুরের কাঠ ফাটা রোদ, ক্লান্ত বিকেলের ধুলো-ওড়া খেলার মাঠ, অন্ধকার রাতের জোৎস্নাভরা চাঁদ কোনোকিছুই হয়তো আর দেখা হবে না।
ব্রিজের রেলিংয়ে হাত ধরে দাঁড়ালাম। জায়গাটা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই নীরব। জনশূন্য। জীবনের অভিযোগ বাক্সটা কানায় কানায় পূর্ণ। আমার জন্য এই সিদ্ধান্ত নেয়াটা সত্যিই খুব দরকার ছিল। নিজেকে মানুষ বলার অধিকার তো কবেই হারিয়েছি। কষ্টগুলোকেও এখন মলিন মনে হয়।
আমি গভীর হয়ে শ্বাস নিতে শুরু করলাম। আমার বুক ওঠানামা করছে। শ্বাস গুলো ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। তখন খুব আনন্দ লাগছিল, নিজের শেষ নিঃশ্বাসের অনুভূতির দরুণ। হয়তো আমার নতুন অভিজ্ঞতার কথাটা আর ডায়েরিতে লিখা হবে না; অন্যান্য অনুভূতিগুলো যেভাবে টুকে নিতাম। নিঃশ্বাস নিচের দিকে নামা শুরু করেছে। ধূসর ফ্যাকাশে আকাশপটের দিকে তাকালাম একবার। একঝাঁক গাঙশালিক উড়ে যাচ্ছে। তাদের কিচকিচ আওয়াজ ভেসে এলো কানে। নিঃশ্বাসের শেষ মাথায় এসে বিবেক যেদিকে ইঙ্গিত করল, তার জন্য প্রস্তুতিও নেয়া শেষ। আমি হারিয়ে যাচ্ছি... কোনো এক অতল সীমান্তে। হঠাৎই কে যেন আমাকে পিছন থেকে টেনে রাস্তায় ফেলে দিল!!!
ডায়েরির পাতাগুলো ফুরিয়ে এসেছে। হাতটা ঠান্ডা হয়ে গেছে। নিঃশ্বাস ভারি হয়ে আসছে। ইনহেলার নেয়া লাগবে। ধোঁয়া-ওঠা চায়ের কাপে একটু চুমুক দিয়ে কলমের মুখটা বন্ধ করে ফেললাম।

✏ ইসতিয়াক শাহরিয়ার জায়েদ


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.