(চব্বিশের গণ-অভ্যুত্থানের অনুভূতি)
আর কত রক্তের বিনিময়ে?
আর কত ওষ্ঠাগত প্রাণের বিনিময়ে?
আর কত লাশের বিনিময়ে?
আর কত অশ্রুর বিনিময়?
আসবে ফিরে হে স্বাধীনতা!!
তুমি কি দেখনি?
মোদের গ্রাস করেছে পরাধীনতা।
বুকের তাজা রক্ত ঢেলে দিলাম,
পিচঢালা পথে।
হাজারো বুলেটের ক্ষত নিয়ে, ফের গেলাম
ঐ রাজপথে।
মৃত্যু মিছিলে ভীড় জমালাম,
সাদা-কালো লাশ কাঁধে।
বল হে স্বাধীনতা! আর কত লাশের বিনিময়ে,
দূর করবে পরাধীনতা?
বুলেটের বিকট আওয়াজে, নগর আজ
কাতর চিৎকার।
কবে দূর হবে এই সকল স্বাধীনতার হাহাকার।
তুমি তো একাকার; আসবে না ফিরে
একটি বার?
বল হে স্বাধীনতা!!
শোষণের যাতাকলে,
আর কতবার পিষ্ঠ হলে?
আসবে তুমি এই আন্দোলনে!
বল হে স্বাধীনতা!!
কবে দূর হবে এই পরাধীনতা??
Awesome
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য লিখুন